২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ক্রিকেট মাঠে সাপের ‘উৎপাত’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৪ অপরাহ্ণ, ০৯ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: বৈরি আবহাওয়া, বৈদ্যুতিক গোলযোগ,খেলোয়াড় কিংবা দর্শকদের হট্টগোলের কারণে হরহামেশা ক্রিকেট খেলায় বিঘ্ন সৃষ্টি হয়। মাঠে পশু, পাখি, জীব, জন্তু ঢুকে পড়াও নতুন কোনো ঘটনা নয়।

এ যেমন ভারতের রঞ্জি ট্রফির ম্যাচে ভেন্যুতে ঢুকে পড়ল আস্ত সাপ। নিজের খেয়ালে সেখানে ঘুরে বেড়ায় এটি।

সোমবার ছিল অন্ধ্রপ্রদেশ ও বিদর্ভের ম্যাচ। আরামসে সাপের ঘোরাফেরার জন্য খেলা গড়ায় নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর। এরই মধ্যে ঘটনাটি ভাইরাল হয়ে গেছে।

একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ম্যাচ শুরুর খানিক আগে মাঠে সাপের দেখা মেলে। তবে তা দেখে বিন্দুমাত্র আতঙ্কিত হননি ক্রিকেটাররা। পরে গ্রাউন্ডস স্টাফরা এসে ‘অনাহুত অতিথি’কে বের করে নিয়ে যান।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন