২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

খালেদা জিয়ার মুক্তি চেয়ে ঢাবিতে বিএনপির স্লোগান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৫৬ অপরাহ্ণ, ২৩ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে স্লোগান দিয়েছেন বিএনপি নেতারা। খালেদা জিয়ার মুক্তির স্লোগানে মুখর হযে উঠে ক্যাম্পাস।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে এসে ভিসি আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক। এ সময় তার সঙ্গে বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

ভিসি ভবন থেকে বের হয়ে মিছিল নিয়ে বিজনেস ফ্যাকাল্টি, মধুর ক্যান্টিন, কলাভবন, ভিসি চত্বর, আবাসিক এলাকা, শহীদ মিনার, দোয়েল চত্বর প্রদক্ষিণ করেন তারা। মিছিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম নিয়ে স্লোগান দেয়া হয়।

পরে কলাভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইশরাক হোসেন। তিনি বলেন, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছি। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনে রয়েছি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রয়েছি। মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল জনগণ হবে ক্ষমতার মালিক, জনগণ হবে রাষ্ট্রের মালিক। ভোটের দিন যদি সে রকম কোনো পরিস্থিতি হয় তা হলে জনগণই সিদ্ধান্ত নেবে তারা কীভাবে তাদের অধিকার সংরক্ষণ করবে। ভোটে কোনো ষড়যন্ত্র হলে জনগণই রুখে দাঁড়াবে।

এ সময় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোরশেদ হাসান খান, অধ্যাপক লুৎফর রহমান, সাবেক আহ্বায়ক অধ্যাপক আকতার হোসেন খান, অধ্যাপক ড. আবদুর রশিদ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন