২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

খেলাপি ঋণ পরিশোধ না করলে প্রতিদিন লাখ টাকা জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৪১ অপরাহ্ণ, ২৮ মার্চ ২০২৩

খেলাপি ঋণ পরিশোধ না করলে প্রতিদিন লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: খেলাপি ঋণ পরিশোধ না করলে প্রতিদিন এক লাখ টাকা জরিমানার বিধান রেখে ব্যাংক কোম্পানি সংশোধন আইন, ২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব সমন্বয় ও সংস্কার, মাহমুদুল হোসাইন খান ব্রিফিংয়ে এতথ্য জানিয়েছেন।

আইনে বলা হয়েছে- কোনো পরিবার থেকে সর্বোচ্চ তিনজন ব্যাংকের পরিচালনা বোর্ডে থাকতে পারবেন। এছাড়া ঋণ খেলাপিদের সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানার ও নির্ধারিত সময়ের মধ্যে খেলাপি ঋণ পরিশোধ না করলে প্রতিদিন এক লাখ টাকা করে জরিমানা বিধান রাখা হয়েছে।

এছাড়াও ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারভুক্ত সদস্যদের সংখ্যা চারজনের স্থলে তিনজন করা হয়েছে। আইনে বলা হয়েছে, কোনো পরিবারের সর্বোচ্চ তিনজন ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন