১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

খেলা শুরুর কয়েকঘন্টা আগে ব্রাজিলের জার্সি কেনায় ব্যস্ত ভোলার ব্রাজিল সমর্থকরা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৮:২৩ অপরাহ্ণ, ২৮ নভেম্বর ২০২২

খেলা শুরুর কয়েকঘন্টা আগে ব্রাজিলের জার্সি কেনায় ব্যস্ত ভোলার ব্রাজিল সমর্থকরা

মনজুর রহমান, ভোলা প্রতিনিধিঃ বিশ্বকাপ ফুটবলের উম্মাদনা ছড়িয়ে পড়েছে ভোলায়। এরই ধারাবাহিকতায় শোভাযাত্রা, পাড়া-মহল্লায় প্রিয়দলের পতাকা উঠানো এবং জার্সি গায়ে ঘুরে বেড়ানো। এমনি চিত্র এখন শহর জুড়ে।

ব্রাজিল-সুজারল্যান্ডের মধ্যকার খেলায় ব্রাজিলের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি ভোলার ব্রাজিল ভক্তরা। স্পোর্টসের দোকানগুলোতেও যেন জার্সি কেনাবেচার ধুম। তবে ব্রাজিলের জার্সি বেশি বিক্রি হচ্ছে বলে মনে করছেন সমর্থকরা।

ব্রাজিল সমর্থ কবি মাকসুদুর রহমান বলেন, ব্রাজিল মানেই ব্রাজিল। শুধুমাত্র ব্রাজিলই নান্দনিক খেলা উপহার দেয়। আমরা মনে করছি আজকের ম্যাচেও ব্রাজিল জয়লাভ করবে।

আরেক সমর্থক সমাজসেবক কামাল হোসেন বলেন, আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থন করি। ব্রাজিলের খেলা অনেক ভালো লাগে। আশা করি এবারও ব্রাজিল জিতবে। আর্জেন্টিনা সমর্থক শফিকুল ইসলাম ও মোঃ রাসেল উদ্দিন বলেন, আমরা আর্জেন্টিনার সমর্থক হলেও চাই আজকের ম্যাচে ব্রাজিল জিতুক। কারন ব্রাজিল-আর্জেন্টিনা না থাকলে বিশ্বকাপের উম্মাদনা থাকেনা।

এদিকে খেলা শুরুর কয়েক ঘন্টা আগে ব্রাজিল সমর্থকদের এমন আনন্দ-উচ্ছ্বাস আর উম্মাদনা উপভোগ করছেস সমর্থকরা।

স্পোর্টসের দোকানগুলোতেও সমর্থকদেন উপচে পড়া ভীড়। প্রথম ম্যাচে জয়ের পর আজকেও ব্রাজিল জয়লাভ করবে এমনটি মনে করছেন দর্শক-সমর্থকরা। তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।

দোকানিরাও বলছেন বিগত সময়ের চেয়ে এবছর জার্সি কেনা বেচা হচ্ছে অনেক বেশি।

শহরের চৌধুরী প্লাজার আদিয়া স্পোর্টসের স্বত্ত্বাধিকারি মোঃ সোহাগ বলেন, খেলা শুরু কয়েক ঘন্টা আগে থেকে ব্রাজিলের জার্সি কেনার ধুম পড়ে গেছে। কেনা-বেচাও অনেক ভালো হচ্ছে।

তবে কি এবার ব্রাজিল ষষ্ঠবারের মত বিশ্বকাপ নিতে পারবে এমন প্রশ্ন কোটি সমর্থকদের। যুক্তি-তর্ক যাই হোক না কেন ব্রাজিল সমর্থকরা মনে করছেন এবারের বিশ্বকাপও উঠবে ব্রাজিলের হাতে।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন