১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

খ্যাতিমান পপশিল্পী জানে আলম মারা গেছেন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, ০২ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মঙ্গলবার (০২ মার্চ) রাত ১০টায় তিনি রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এদিন লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে। শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে।

জানে আলমের গানের শুরুটা স্বাধীনতার পরপরই। প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়ে তৈরি হয় জানে আলমের পরিচিতি। সে সময় পপ শিল্পী আজম খান তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। পপ গানের মধ্যে ফোক ধাঁচ এবং আধ্যাত্মবাদ যুক্ত করে গান করা তার বৈশিষ্ট্য। মানুষের পছন্দের সাথে মিলিয়ে নতুন ধারা তৈরি করার জন্যই তার এমন গান করা।

জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা চার হাজারের মতো। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার।

বাংলাদেশের অনেক পরিচিত শিল্পীই গেয়েছেন তার গান।’

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন