২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

গঙ্গা ঘাটে পড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ভিডিও)

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৬ অপরাহ্ণ, ১৪ ডিসেম্বর ২০১৯

নমামী গঙ্গের অনুষ্ঠানে গিয়ে সিঁড়িতে পড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেই দৃশ্য দেখা যায়। আজ শনিবার নমামী গঙ্গের অনুষ্ঠানে গিয়েছিলেন মোদি। সেখানে সিঁড়ি দিয়ে ওঠার সময় সামনের দিকে পড়ে যান তিনি।

ধারণা করা হচ্ছে,  সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। ‘ন্যাশনাল হেরাল্ড’-এ প্রকাশিত খবরে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। গঙ্গা ঘাটের সিঁড়িতে ওঠার সময় সেই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে তাকে ধরে তোলা হয়।

দানিশ খান নামে এক ব্যক্তি টুইটারে ওই ভিডিও প্রথমে পোস্ট করেন। পরে, ওই পোস্টে একাধিক কমেন্ট আসতে থাকে, যা অস্বস্তিকর। ফলে, ওই ব্যক্তি ভিডিওটি ডিলিট করে দেন। তিনি লিখেছেন, এটি একটি মানবিক বিষয়। এখানে অমানবিক কমেন্ট আসছে বলে টুইটটি ডিলিট করে দিলাম।

কানপুরে আজ নরেন্দ্র মোদি জাতীয় গঙ্গা কাউন্সিল পুনরুজ্জীবন, সুরক্ষা ও পরিচালনার প্রথম বৈঠকের সভাপতিত্ব করেন। এরই মধ্যে হয়ে যাওয়া প্রকল্পের কাজগুলোর অগ্রগতি পর্যালোচনা করবেন এবং গঙ্গা পরিষ্কারের রূপরেখাও নির্ধারণ করবেন।

https://youtu.be/Yf67PDUAG-o

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন