১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

গণপ‌রিবহনে হাফ ভাড়ার দাবিতে ব‌রিশাল জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৫ অপরাহ্ণ, ০৮ ডিসেম্বর ২০২১

গণপ‌রিবহনে হাফ ভাড়ার দাবিতে ব‌রিশাল জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> গণপ‌রিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নি‌শ্চিত ও নিরাপদ সড়কের দাবিতে ব‌রিশালে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে ব‌রিশাল জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এর আগে নগরীর অ‌শ্বিনী কুমার হলের সামনে থেকে বিক্ষোভ মি‌ছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। বেলা ১১ থেকে ১টা পর্যন্ত সড়ক ও নৌপথে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা ও নিরাপদ সড়কের দাবিতে সেখানে বিক্ষোভ করেন। পাশাপাশি ব‌রিশালে যেসব থ্রি-হুইলার চলে, সেগুলোয় শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া ১০ টাকার মধ্যে রাখার দাবি জানান তারা।

আন্দোলনকা‌রী শিক্ষার্থীরা বলেন, ‘বাস ও লঞ্চে শিক্ষার্থীদে‌র কাছ থেকে ব‌রিশালে ফুল ভাড়া নেয়া হচ্ছে। এটা বন্ধ করতে হবে।’

‘ব‌রিশালে যে থ্রি-হুইলারগুলো চলে, সেগুলোয় শিক্ষার্থীদের কাছ থেকে ১০ টাকার মধ্যে ভাড়া রাখতে হবে। তা না হলে আমাদের আন্দোলন চলবে।’

তারা আরও বলেন, ‘জেলা প্রশাসকের কাছে স্মারক‌লি‌পি দিয়ে‌ছি, তি‌নি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন‌। পরবর্তী কর্মসূচি ঘোষণা হয়‌নি।’

এক শিক্ষার্থী বলেন, ‘হাফ ভাড়ার নেয়ার কথা প‌রিবহন সুপারভাইজারদের বলা হলে তারা শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করে। এসবের প্রতিকার চাই।’

‘থ্রি-হুইলারগুলোয় ভাড়া বৃ‌দ্ধি পেয়েছে। যেটা শিক্ষার্থীদের পক্ষে দেয়া সম্ভব না। সুষ্ঠু সমাধান না হলে আমরা মাঠ ছাড়‌ব না।’ যোগ করেন তিনি।

তিনি বলেন, ‘তৃতীয় দিনের মতো আন্দোলন কর‌ছি আমরা। সবশেষ বাধ্য হয়ে ডি‌সি অ‌ফিস ঘেরাও করতে হয়েছে দাবি আদায়ে। ঢাকার জন্য এক নিয়ম আর অন্যান্য জায়গায় এক নিয়ম, তা চলবে না।’

ব‌রিশাল জেলা প্রশাসক জসীম উ‌দ্দিন হায়দার বলেন, ‘শিক্ষার্থীরা স্মারক‌লি‌পি দিয়েছে। প‌রিবহনসং‌শ্লিষ্টদের সঙ্গে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা করা হবে।’

এর আগে ৫ ডিসেম্বর প্রথম ব‌রিশাল নগরীতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা‌। এরপর মঙ্গলবার সড়ক অবরো‌ধ কর্মসূচির পর বুধবার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেন তারা।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন