১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

গরুটি বিশ্বরেকর্ড গড়ল যে কারণে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩৮ অপরাহ্ণ, ২২ জুন ২০১৯

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি গরু বিশ্বরেকর্ড গড়েছে। ৭ বছর বয়সী এই গরুটির নাম তার পোঞ্চ। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠেছে।

বিশ্বের সবচেয়ে দীর্ঘ শিংয়ের রেকর্ড এখন পোঞ্চ-এর দখলে।

জানা গেছে, পোঞ্চ-এর এক শিংয়ের একপ্রাপ্ত থেকে অন্য শিংয়ের অন্যপ্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য ১০ ফুট ৭ ইঞ্চি। এর আগে যে গরুটির দখলে এই রেকর্ড ছিল তার চেয়ে পোঞ্চ’র শিং এক ইঞ্চিরও বেশি বড়। এ কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেয়েছে পোঞ্চ।

জেরাল পোপ জুনিয়ার নামের এক ব্যক্তি তাকে মাত্র ৬ মাস বয়সের সময় কিনে নিয়েছিলেন। পোঞ্চকে তিনি আলাবামার গুডওয়াটারের একটি খামারে লালন পালন করছেন।

জেরাল পোপ জানান, পোঞ্চ’র শিং প্রথমে বাঁকানো হয়ে উঠেছিল। পরে সেই বাঁক ছেড়ে সোজা হয়ে বড় হতে থাকে। তার বয়স যখন চার বছর, তখনই তার শিং এত বেড়ে যাওয়ার দিকে নজর পড়ে তাদের। তারা তখন মনে করেন, পোঞ্চ রেকর্ড গড়তে পারবে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন