২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

গরুর পাঁচ পা!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫০ অপরাহ্ণ, ২৪ জানুয়ারি ২০১৯

ছোটবেলায় গরু রচনা লেখার সময় আমরা সবাই লিখেছি গরুর দুইটা কান, দুইটা শিং, চারটা পা। কিন্তু একটি গরুর পা যদি হয়ে পাঁচটা, তবে কেমন হবে? নিশ্চয় অলৌকিক মনে হবে। কিন্তু বাস্তবে পাঁচ পা বিশিষ্ট গরুর দেখা মিললো।

পাঁচ পা বিশিষ্ট এই গরুর দেখা মিলেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাংগা ইউপির রায়টার এবি পার্কে। সেখানে গিয়ে দেখা যায়, একটি স্বাভাবিক গরুর যেমন চারটি পা রয়েছে; ওই গরুটিরও তেমনি চারটি পা রয়েছে। কিন্তু ওই গরুর পাঁচ নম্বর পা উৎপত্তি হয়েছে ডান পাশের পেটের ওপর ও মেরুদণ্ড থেকে। বিষয়টি দর্শনার্থীদের কাছে অবাক করার মতোই।

ওই পার্কের দশনার্থী মেরিনা সুলতানা গরুর পাঁচ পা দেখে চমকে যান। তিনি জানান, গরুটির যে পাঁচ পা তা প্রথমে বুঝতে পারেনি। পরে খেয়াল করি গরুটির পাঁচ পা। তখন অবাক লাগে আমার কাছে। পার্কের ভীতরে গাছের সাথে পাঁচ পা গরুটি বেঁধে রাখা রয়েছে। পার্কের বেশিরভাগ দশনার্থী গরুটিকে ঘিরে ছবি তুলছেন।

পার্কের মালিকের স্ত্রী বিউটি জানিয়েছেন, গরুটির পাঁচ পা হওয়ার কারণে তারা ক্রয় করে পার্কে রেখেছেন। পার্কে দশনার্থীদের চমকে দেয়ার জন্য গরুটি পার্কের মিনি চিড়িয়াখানায় স্থান পেয়েছে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন