১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

গলাচিপায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:১২ অপরাহ্ণ, ২০ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, গলাচিপা:: গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত¡াবধানে বুধবার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহম্মদ সাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা প্রকৌশলী মো. আতিকুর রহমান তালুকদার, পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মাইনুদ্দিন, সহকারী পরিচালক এমডি কাইয়ুম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান, পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সটেক্টর মো. মোশাররফ হোসাইন, প্রেসক্লাব সভাপতি সমিতি কুমার দত্ত ও খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক সঞ্জিব দাস। এছাড়াও বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন