২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

গলাচিপায় ৩৩ দিন পর হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

Saidul Islam

প্রকাশিত: ০৫:৩১ অপরাহ্ণ, ২৯ জুলাই ২০২১

গলাচিপায় ৩৩ দিন পর হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গলাচিপা >>  পটুয়াখালীর গলাচিপায় রুহুল হত্যা মামলার প্রধান দুই আসামিকে ৩৩ দিন পর গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। তারা হলেন মো. মিরাজ মীর ও জসিম মীর। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে মিরাজকে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা ও জসিমকে ফেনীর মহিপাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করার পরে পুলিশ তাদের গ্রেফতার করেন।

এর আগে গত ২৫ জুন গলাচিপার ডাকুয়া ব্রিজ বাজারে মিরাজ মীর ও তার বাবা জসিম মীরের নেতৃত্বে অর্ধ শতাধিক সন্ত্রাসী চায়ের দোকানে ঢুকে রুহুল আমিন মীরকে পিটিয়ে গুরুতর আহত করে। ওই দিনই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে নেওয়ার পথে রুহুল মারা যান।

পরের দিন নিহতের স্ত্রী মোসা. নাজমুন নাহার বাদী হয়ে এজাহারভুক্ত ২৬ জন ও অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২৬ জুন ৬ জন আসামিকে গ্রেফতার করে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন