২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

গলাচিপা পৌর নগরীর পকেট ড্রেনগুলো ছড়াচ্ছে দুর্গন্ধ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০৪ অপরাহ্ণ, ০৭ জুলাই ২০২০

বার্তা পরিবেশক গলাচিপা (পটুয়াখালী):: গলাচিপা পৌর শহরের সদর রোডে অপরিকল্পিত পকেট ড্রেনগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে এর গতিপথ বন্ধ হয়ে পরিনত হয়েছে ময়লা আবর্জনার স্থায়ী ভাগাড়ে।

সূত্র জানায়, প্রতিনিয়ত পথচারীদের পা ফসকে ড্রেনের নোংরা পানিতে পরিধেয় বস্ত্র নষ্ট ও আছাড় খেয়ে জখম হলেও পৌর কর্তৃপক্ষ নজর দিচ্ছেন না ড্রেনগুলো সংস্কার বা মেরামতের দিকে। তাছাড়া পরিচ্ছন্ন কর্মীরা পৌর নগরের রাস্তাগুলো দায়সারা পরিস্কার করলেও এসব ড্রেন পরিস্কারে তারা তেমন আগ্রহ দেখাচ্ছে না।

সদর রোডে উদয়ন লাইব্রেরীর মালিক ধীরেন পাল জানান, দুর্গন্ধে দোকানে বসতে পারছি না, ড্রেনের পাতা ফাঁদে প্রায়ই আক্রান্ত হচ্ছে পথচারী বৃদ্ধ ও মেয়ে-ছেলেরা।

ওই এলাকায় ব্যবসায়ী কাগজ ঘরের মালিক এম.এ.মান্নান, মু.তাজুল ইসলাম, দিলীপ পালসহ আরো অনেকে জানান, জনসাধারণের দুর্ভোগ লাঘবে যথাশীঘ্র ড্রেনগুলো মেরামত করা প্রয়োজন।

এ ব্যপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সুশীল চন্দ্র বিশ^াস বলেন, সদর রোডে বৈদ্যুতিক খুঁটিগুলো স্থানান্তর করার সময় ড্রেনের গতিপথ আটকে সাময়িক এ সমস্যার সৃষ্টি হয়েছে।

গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন, বিষয়টি অবগত রয়েছি, সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন