১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

গাজীপুরের সেই পুলিশ ফাঁড়ির সবাইকে প্রত্যাহার!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৯ অপরাহ্ণ, ১১ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:::: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা ফাঁড়িতে কর্মরত সবাইকে একযোগে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পুলিশের পোশাক পরে ফাঁড়ির ২০০ মিটার দুরে উলুখোলা বাজারে সোমবার রাতে ৫টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার পর বুধবার সকালে ফাঁড়ির ইনচার্জ এসআই রুপম কুমার সরকারসহ মোট ১৪ জনকে প্রত্যাহার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার যুগান্তরকে জানান, মাঝে মধ্যে আমরা পরিবর্তন করি তারই ধারাবাহিকতায় উলুখোলা ফাঁড়ির ১৪ জনকে একযোগে প্রত্যাহার করা হল।

উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রুপম কুমার সরকার সাংবাদিকদের জানান, পুলিশ সুপারের আদেশে ফাঁড়ির সবাইকে গাজীপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এই মুহূর্তে আমাদের স্থলে যারা আসবেন তারা আসলেই আমরা চলে যাব।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত উলুখোলা ফাঁড়ি সংলগ্ন বাজারে ‘পুলিশ পরিচয়ে’ পাঁচটি স্বর্ণের দোকানসহ সাতটি দোকানে ডাকাতি হয়। ফাঁড়ির মাত্র ২০০ মিটার দূরে পাঁচটি স্বর্ণের দোকানের তালা ভেঙে, সাটার কেটে সবকিছু ব্যাগে ভরে গাড়িতে করে পালিয়ে যায় ডাকাতরা।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন