১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

গুলশান আজাদ মসজিদের সাবেক খতিবের ইন্তেকাল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৪৮ অপরাহ্ণ, ০৭ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: রাজধানীর গুলশান কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব ও ইমাম মাওলানা শামসুল হক ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি স্ত্রী, ৭ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে-মেয়েরা সবাই আলেম। তার মৃত্যুতে দেশব্যাপী আলেম-ওলামাসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার বাদ জুমআ গুলশান কেন্দ্রীয় মসজিদ চত্ত্বরে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। তার জানাযায় হাজারো মুসল্লির ঢল নামে।

তার বড় ছেলে মহাখালী হোসাইনি কামিল মাদরাসার মুহাদ্দিস পূর্ব রাজাবাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মাহবুবুর রহমান জানাযা নামাজের ইমামতি করেন।

শনিবার সকাল ১০টায় গাজীপুরের হোতাপাড়ায় শামছাবাদ দরবারের তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে পরিবার থেকে।

মাওলানা শামসুল হক দীর্ঘদিন গুলশান আজাদ (কেন্দ্রীয়) মসজিদে খতিব ও ইমামের দায়িত্ব পালন করেছেন। তিনি উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন