২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

গুলিতে বিদ্ধ ‘দুই মাথাওয়ালা’ বিস্ময়কর হরিণ!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৮ অপরাহ্ণ, ১৯ নভেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের কাউন্টির এক জঙ্গলে হরিণ শিকারে গিয়েছিলেন শিকারি বব লং ব্যালার্ড। শিকারের সন্ধানও পান তিনি। একটি হরিণের পাল দেখে গুলি চালান বব। কিন্তু তার পরে হতভম্ব হতে হয় তাকে।

ইউএসএ টুডের খবরে বলা হয়েছে, কেন্টাকির মার্শাল কাউন্টির শিকারি বব লং ব্যালার্ড কাউন্টির জঙ্গলে একটি হরিণ গুলিবিদ্ধ করেন। পরে তিনি সেটি সংগ্রহ করতে কাছাকাছি গিয়ে দুটি মাথা দেখতে পান। কিন্তু সেখানে হরিণের দেহ একটিই।

তিনি লক্ষ করেন, দুটি মাথাই একটি হরিণের। মাথা দুটি একত্রে লাগানো। এর মধ্যে একটি মাথা ভালো কিন্তু অপর মাথাটিতে পচন ধরেছে। শিকারি বব সেই হরিণের ছবি তোলেন।

তবে ববের ছবি দেখে ‘কেন্টাকি ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসোর্সেস’ এক হরিণের দুটি মাথা তথ্য মানতে নারাজ।

তারা দাবি করছে, ববের ছবিতে হরিণের যে দুটি মাথা দেখানো হয়েছে তা একটি হরিণের দুটি মাথা না। পচন ধরে যাওয়া মাথাটি অন্য কোনও হরিণের। হরিণরা মাথায় মাথায় ঢুঁসিয়ে লড়াই করে। তেমন কোনও লড়াইতেই হেরে যাওয়া হরিণটির মাথা বিচ্ছিন্ন হয়ে বিজয়ী হরিণটির শিংয়ে আটকে যায়। আর বিজয়ী হরিণটিকে গুলিবিদ্ধ করেন বব।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন