২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

গোপালগঞ্জে হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহকে বয়ান করতে দেয়নি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০৫ অপরাহ্ণ, ২০ জানুয়ারি ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মামুনুল হকের পর এবার সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে এসেও বয়ান করতে পারেননি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। মাহফিলের মঞ্চে ওঠার আগেই তাকে ফিরিয়ে দেয়া হয়। গতকাল মঙ্গলবার উপজেলার ঢাকা দক্ষিণ সাবরেজিস্ট্রার অফিস সংলগ্ন মাঠে আহলে সুন্নাত ওয়াল জামা’আত পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলে মঙ্গলবার বয়ান করার কথা ছিল খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর। এর আগে প্রশাসনের পক্ষ থেকে তাকে মাহফিলে আসতে নিষেধ করা হয়। কিন্তু তিনি মাহফিলে এলে প্রশাসন তাকে মঞ্চে উঠতে দেয়নি।

থানার অফিসার (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, মাহফিলে ফিতনা সৃষ্টি হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে- এজন্য তাকে মাহফিলে আসতে বাধা দেয়া হয়।

এর আগে ১২ জানুয়ারি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর শাহী ঈদগাহ ময়দানে শেখপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি মামুনুল হকও প্রশাসনের বাধায় বয়ান করতে পারেননি।’

14 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন