১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৫ অপরাহ্ণ, ২৬ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী:: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারটায় ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তর ও যশোর রাইটস্ এর যৌথ আয়োজনে ইউএসএআইডি ও ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে স্থানীয় সিসিডিবি হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ প্লাটফরমের সহ-সভাপতি খোকন আহম্মেদ হীরা। বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, রূপান্তরের প্রকল্প কর্মকর্তা অসীম আনন্দ দাস, আভাসের প্রজেক্ট অফিসার নাসরিন খানম প্রমুখ।

গৌরনদীতে ইউএনও’র বিদায় সংবর্ধনা

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের পদন্নোতি জনিত কারনে বদলী হওয়ায় বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলণায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বদলি হওয়া ইউএনও ইসরাত জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, ওসি আফজাল হোসেন। একইদিন সদ্য যোগদান হওয়া উপজেলা নির্বাহী অফিসার বিপিণ চন্দ্র বিশ^াসকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন