২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

গৌরনদীতে মেছোবাঘের শাবক উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:১৮ অপরাহ্ণ, ১৮ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, গৌরনদী:: বরিশালের গৌরনদী উপজেলা থেকে মেছোবাঘের অসুস্থ একটি শাবক উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সরিকল গ্রামের বাবুল মীরের বাড়ির একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে শাবকটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মেছোবাঘের শাবকটিকে দেখতে পেয়ে বাড়ির লোকজন সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে ওই পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য (কনস্টেবল) ঈমান আলী সেখান থেকে মেছোবাঘের অসুস্থ শাবকটি উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানকে অবহিত করেন। তিনি শাবকটিকে তার অফিসে নিয়ে আসেন এবং উপজেলা পশু-সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে চিকিৎসা দেয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা খাদ্য পরির্দশক অশোক কুমার চৌধুরীর উপস্থিতিতে ওই শাবকটিকে উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন