২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

গৌরনদীতে ৫০ নারীকে অর্থ সহয়তা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০০ অপরাহ্ণ, ১৬ মার্চ ২০১৯

বরিশালের গৌরনদী উপজেলায় উন্নত জাতের গাভি পালনের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে সুবিধা বঞ্চিত ৫০ নারীকে এক লাখ টাকা করে ৫০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে এ চেক প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর সুবিধা বঞ্চিত সবার ভাগ্য উন্নয়ন হয়েছে। গরিবের বন্ধু প্রধানমন্ত্রী দেশের জন্য যে চিন্তা করেন তা গত ২১ বছরেও কোনো সরকার করেনি। গরিবদের সাবলম্বী করতে নানা প্রকল্প চলমান রয়েছে। গাভি পালনের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নে সমিতির সুবিধাভোগী নারী সদস্যদের টাকা দিচ্ছে সরকার। এ অর্থ তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী এবং পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ।’’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন