১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গৌরনদীর ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাত ব্যবসায়িকে জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:০৭ অপরাহ্ণ, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ওষুধ ফার্মেসীতে বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তর ও গৌরনদী উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে সাতজন ওষুধ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাসরিনের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ অর্ধলক্ষ টাকার ওষুধ উদ্ধার করে পুড়িয়ে ফেলেছে। এছাড়াও বেশ কিছু ফিজিশিয়ান স্যাম্পল উদ্ধার করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাসরিন।’’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন