২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

গ্যাসের দাম বাড়ালে জনগণ মেনে নেবে না : রেজাউল করিম

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৭ অপরাহ্ণ, ১৫ মার্চ ২০১৯

গ্যাসের দাম এক টাকা বাড়ানো হলেও জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি জানালেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (১৫ মার্চ) সকালে ইসলামি শ্রমিক আন্দোলন আয়োজিত জাতীয় শ্রমিক কনভেনশনে এ কথা বলেন তিনি। এতে শ্রমিকদের রক্ষাসহ জাতীয় স্বার্থে সোচ্চার থাকার অঙ্গীকার করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির। কনভেনশনে শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা, শ্রমিক ছাঁটাই বন্ধ করা, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করাসহ ১৯ দফা দাবি জানানো হয়।

তিনি বলেন, জনগণ শান্তিতে থাকবে তার দায়িত্ব সরকারের। কিন্তু আমরা লক্ষ্য করেছি, গ্যাসের দাম একবার না, তিন থেকে জার বার বাড়ানো হয়েছে। জাতীয় কনভেনশনে থেকে এর প্রতিবাদ করছি, গ্যাসের মূল্য এক টাকাও বাড়ানো যাবে না।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে বিতর্কিত করে আজকে আপনারা বাংলাদেশর শিক্ষাঙ্গনকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন।’

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন