১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঘরে ঢুকছে পানি, দেখেই আতঙ্কে মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০৮ পূর্বাহ্ণ, ২২ মে ২০২০

বার্তা পরিবেশক, পিরোজপুর :: ঘরের মধ্যে পানি ঢুকতে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শাহ আলম (৫৫) নামে এক ব্যক্তি। পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার উমেদপুর গ্রামে গতকাল বুধবার রাতে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব চলাকালে এ ঘটনা ঘটে।

মৃত শাহ আলম পেশায় ট্রলারের সুকানি ছিলেন। তার বাবার নাম মতিউর রহমান (মৃত)। তাদের গ্রামের বাড়ি উপজেলার উমেদপুর এলাকায়।

শাহ আলমের মৃত্যুর খবর নিশ্চিত করেন ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। তিনি বলেন, আশ্রয়কেন্দ্রে না গিয়ে বাড়িতেই ছিলেন শাহ আলম।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ঝোড়ো বাতাস চলাকালে স্ত্রীকে নিয়ে ঘরেই ছিলেন শাহ আলম। রাত পৌনে দুইটার দিকে তার ঘরে পানি ঢুকতে থাকলে তিনি চৌকির (বড় খাট) ওপর ওঠেন। পানিতে চৌকি ডুবে গেলে হৃদরোগে আক্রান্ত হন শাহ আলম। পরে তার মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন মৃত শাহ আলমের পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও খাদ্যসামগ্রী দেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন