১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঘরে বসে বিসিসির টাকা নেওয়ার দিন শেষ : মেয়র সাদিক আব্দুল্লাহ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, ০৭ ডিসেম্বর ২০১৮

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বলেছেন- এখন থেকে ঘরে বসে বিসিসির টাকা নেওয়ার দিন শেষ হয়ে গেছে। এখন থেকে নগরবাসীর সেবা করেই কর্মচারীদের বেতন নিতে হবে। মিথ্যা আশ্রয়-প্রশ্রয়ে কোনো টাকা তসরিফ করা যাবে না। নগরবাসীর টাকা খেতে হলে তাদের সেবা আর কাজ করেই তাদের বেতন নিতে হবে।

শুক্রবার (০৭ ডিসেম্বর) নগরীর কালিবাড়ি রোডস্থ জগদিশ স্বারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সিটি করপোরে নের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের সাথে নব-নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন- ‘আগামীতে কোনো অস্থায়ী কর্মচারীদের বেতনের টাকার জন্য বিসিসিতে ধরণা দিতে হবে না। এখন থেকে তাদের বেতনের টাকা তাদের নিজস্ব ব্যাংক হিসাবে চলে যাবে। সে কারনে যাদের ব্যাংক একাউন্ট নেই তাদেরকে দ্রুত একাউন্ট খোলার নির্দেশ দেন তিনি।’
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসানের সভাপতিত্বে বেলা ১১টায় এই সভা শুরু হয়।

মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন- ইতোপূর্বে যারা বিসিসি কর্মপরিষদ পরিচালনা করে গেছেন তাদের সময়ে বিপুল পরিমান অর্থ বেহাত হয়েছে। আমার সময়ে সেই সুযোগ আর থাকবে না। কাজ করেই তাদের ন্যায্য বেতন নিতে হবে।
মেয়র বলেন, কর্মচারীদের বেতন সাদিক আবদুল্লাহর পকেটের টাকা না, এটা নগরবাসীর টাকা। নগরবাসীর টাকা আমি বেহাত হতে দেব না।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন