২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঘূর্ণিঝড় ‘ফনির’ কারণে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের ছুটি বাতিল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:২৭ পূর্বাহ্ণ, ০২ মে ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:: ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের উপকূলে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে আগামী ৪ মে (শনিবার) বাংলাদেশে আঘাত হানতে পারে। ফলে ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলা ও ঝালকাঠিবাসীর জানমাল রক্ষার্থে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আগামী ৩ মে উপকূলীয় অঞ্চলে আঘাত হানার আশঙ্কায় ৪ মে পর্যন্ত জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও ফায়ারকর্মীসহ সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে দুর্যোগ প্রস্তুতির এক সভায় এ নির্দেশ দেয়া হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) মো. দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জি, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জর মো. ইজাজুল হক।

 

এছাড়াও উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান, মাছুমা আক্তার, সমাপ্তি রায়, জেলা রেডক্রিসেন্ট ইউনিট ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পান্না, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, জেলা মৎস্য অধিদফতরের খামার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, নলছিটি পৌর প্যানেল মেয়র মো. আলমগীর হোসেন আলো, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া এবং সিভিল সার্জন প্রতিনিধি ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস প্রমুখ।’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন