২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঘূর্ণিঝড়ে ঝালকাঠিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৫ অপরাহ্ণ, ১১ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, ঝালকাঠি:::  ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে গত শনি ও রোববার (৯ ও ১০ নভেম্বর) ঝালকাঠির রাস্তা, মাছ, ঘর-বাড়ি, গাছ ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচণ্ড বাতাসে ৮১৭টি কাঁচা ঘর-বাড়ি ও ৪১৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছ-পালা।

টানা বৃষ্টি এবং সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট বেড়ে তলিয়ে গেছে ৬১৫টি মাছের ঘের ও পুকুর। এছাড়াও ৪১ হাজার ৯৫০ হেক্টর জমির উঠতি আমন, ৫ হাজার ২২০ হেক্টরের অন্যান্য ফসল, ১ হাজার ৪৫০ হেক্টরের শাক সবজি ক্ষতিগ্রস্থ হয়েছে।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের উপর গাছপালা পড়ে এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় ৩ দিন ধরে প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন