২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের বরিশাল র‌্যাবের খাদ্য সহায়তা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৯ অপরাহ্ণ, ২৯ মে ২০২০

বার্তা পরিবেশক, কলাপাড়া:: পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা। শুক্রবার দুপুরে উপজেলার মহিপুর বন্দরে এসব মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি চিনি, এক কেজি চিড়া, এক লিটার তেল, এক কেজি পিঁয়াজ ও এক প্যাকেট সেমাই প্রভৃতি দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন, মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক নাসির উদ্দিনসহ র‌্যাবের-৮ এর সদস্যরা।

পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।’

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন