২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্রস্তুতি চলছে বরগুনায়

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, ১৯ মে ২০২০

বার্তা প্রতিবেদক, বরগুনা :: উপকূলের দিকে ধেয়ে আসা সাইক্লোন “আম্ফান” প্রতিরোধ করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার প্রস্তুতি চলছে উপকূলীয় জেলা বরগুনায়। ১৭ মে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আম্ফান মোকাবেলায় জেলা পর্যায়ে প্রথম সভা করে ঘূর্ণিঝড় মোকাবেলায় করণীয় প্রস্তুতি ও পরিকল্পনা উপস্থাপন করেন। একই দিন বিকালে ৬টি উপজেলার নির্বাহী অফিসাররা জেলা প্রশাসনের নির্দেশনা অনুসারে প্রস্তুতি সভা করে ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করার নির্দেশ দেন।

রবিবার বরগুনা, পাথরঘাটা, তালতলী উপজেলার অনেক ওয়ার্ড কমিটি সভা করে আশ্রয় কেন্দ্র নির্ধারণ করেছেন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) যুব রেডক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবী সংগঠন ওই দিন বিকাল থেকেই সতর্কীকরণ প্রচারণা চালাচ্ছে। তথ্য বিভাগ মাইকিং করে যথাসময় নিরাপদ আশ্রয়ে যাবার আহ্বান জানাচ্ছে। জেলা প্রশাসক দপ্তরসহ উপজেলা পরিষদ সমুদ্র নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
সিপিপি বরগুনা ৮ নং ইউনিয়ন টিম লিডার জয়দেব রায় বলেন, আমরা ১৭ তারিখ বিকাল থেকেই মাঠে রয়েছি। পাড়া-মহল্লা-গ্রামে সচেতনতামূলক প্রচারণা করছি। সিডরের চেয়ে আমাদের প্রস্তুতি ভালো।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন