১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

চরফ্যাসনে নির্বাচনী সহিংসতায় যুবককে হত্যার প্রতিবাদে মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৪ অপরাহ্ণ, ২২ জুন ২০২১

চরফ্যাসনে নির্বাচনী সহিংসতায় যুবককে হত্যার প্রতিবাদে মানববন্ধন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি >> ভোলার চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ৫নং ওয়ার্ডে সোমবারে ভোট চলাকালীন সময়ে কেন্দ্রের বাহিরে গুলি করে মনির নামের এক যুবককে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২২জুন) বিকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে অভিযুক্ত নবনির্বাচিত ইউপি সদস্য ইফসুফ সিকদারের দ্রুত ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়। এতে নিহতের পরিবার ও এলাকাবাসির সর্বস্তরের জনগন অংশগ্রহন করেন।

প্রসঙ্গত, গত ২১ জুন চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ৫নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী ইউসুফ সিকদার ও ফুটবল প্রতীকের মেম্বারপ্রার্থী ইয়াসিন মাঝির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিতে মনির নামের এক যুবক গুরুত্বর আহত হলে তাকে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

সোমবার সন্ধ্যায় মনিরের বাবা বশির বাদী হয়ে ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ইফসুফ সিকদারসহ অজ্ঞাত নামা ৬০জনকে আসামী করে শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করেন। ওই দিন রাতেই রিয়াজ নামের এক যুবককে গ্রেপ্তার করেন পুলিশ।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন