২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

চাঁপাইনবাবগঞ্জে বিদেশ পাঠানোর নামে প্রতারণা, যুবক আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৮ অপরাহ্ণ, ২১ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অভিযান চালিয়ে বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতকারী চক্রের মূল হোতা মিলন আলী (৩৩) ওরফে সুমনকে আটক করেছে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। আটককৃত মিলন আলী ওরফে সুমন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বাঞ্ছাপাড়া লক্ষ্মীপুর গ্রামের মহসীন আলীর ছেলে।

বুধবার রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অগ্রণী ব্যাংক বারঘরিয়া শাখার তিনটি চেক বইয়ের মুড়ি, ১টি মাস্টার কার্ডসহ মোহাম্মদ শাহজাহান ও আহমেদ কাফি নামের দু’ব্যক্তির পাসপোর্ট এর কালার ফটোকপি উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার।

তিনি জানান, আটককৃত মিলন দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন