২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যু, কলকাতার হাসপাতালে ভাঙচুর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, ১২ নভেম্বর ২০১৮

এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভারতের কলকাতার পিয়ারলেস হাসপাতালে। সোমবার সকালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে ওই রোগীর পরিবারের লোকজন হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি, চিকিৎসকদেরও হেনস্থা করার অভিযোগ রয়েছে।

পুলিশ বলছে, সোনারপুরের বাসিন্দা রাধারানি মাইতি (৮৩) বুকে ব্যথা নিয়ে রবিবার ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার সকালে তিনি মারা যান। তার পরেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা কাকাকাটিতে জড়িয়ে পড়েন তার আত্মীয়েরা। এর পর চিকিৎসকদের হুমকি দিতে শুরু করেন তারা।

গাফিলতির অভিযোগে ভাঙচুর করা হয় হাসাপাতালের একাংশে। এই ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় পঞ্চসায়র থানার পুলিশ।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। হাসপাতালের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন