২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

চীনের বাজারে ফের বাদুড়-কুকুর-বিড়াল-সাপ-ব্যাঙ বিক্রি শুরু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ২৯ মার্চ ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: প্রথম থেকেই ধারনা করা হচ্ছে করোনাভাইরাসের উৎপত্তি বন্য প্রাণী থেকে। বাদুর, সাপ, ব্যাঙ এ প্রজাতির প্রাণী থেকে। যা চীনের মানুষের খাবার তালিকায় বেশ পছন্দের।

করোনার প্রাদুর্ভাবের কারনে এসবের বিক্রি কিছুদিন বন্ধ থাকলেও, আবারও চীনের বিভিন্ন শহরে কিনতে পাওয়া যাচ্ছে এ প্রাণীগুলো। বিশেষ করে করোনার উৎপত্তির শহর উহানেই মিলছে এসব।

জানা যায়, শনিবার থেকে গুইলিনের বাজার চালু হয়েছে। বাজার চালু হতেই কুকুর ও বিড়ালের টাটকা মাংস বিক্রি চলছে সেখানে। স্থানিয় সবাই বিশ্বাস করে যে করোনার প্রভাব চলে গেছে সেখান থেকে। এ নিয়ে আর ভয় পাওয়ার কিছু নেই। এটা এখন অন্য দেশের মানুষের সমস্যা।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্বব্যাপী এমন ভয়াবহ পরিস্থিতি বিরাজমান, সেই চীনেই কিনা জীবাণুমক্ত থাকার ব্যাপারে কোনো ধরনের সচেতনতা নেই। এমনকি যে বাদুড়ে করোনাভাইরাসের উৎপত্তি হিসেবে বিবেচনা করছেন বিজ্ঞানিরা, এখনো সেই বাদুড় বিক্রি চলছে এবং মানুষ তা কিনে খাচ্ছে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন