২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ছবি তোলতে গিয়ে সেতু ভেঙে নদীতে, ৯ জনের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৯ অপরাহ্ণ, ২০ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে লোকারণ্য থাকা অবস্থায় একটি পদচারী সেতু ভেঙে পড়েছে এবং বেশ কয়েকজন খরস্রোতা নদীতে পড়ে ডুবে গেছে বলে সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার বিকালে বেংকুলু রাজ্যের কৌর জেলায় ভেঙে পড়া ওই সেতু থেকে ২০ কিলোমিটার (১২ দশমিক ৪ মাইল) পর্যন্ত নদী থেকে এ পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান উজাং সিয়াফিরি জানান, উদ্ধারকারীরা নিখোঁজ থাকা ১৪ বছর বয়সী এক কিশোরকে এখনও খুঁজছে যার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কৌর জেলার কাছে অবস্থিত একটি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ঘুরে আসার পথে প্রায় ৩০ জনের একটি দল খরস্রোতা নদীর ছবি তোলার জন্য ওই সেতুর ওপর থেমেছিল, যাদের বেশিরভাগই কিশোর-কিশোরী।

ছবি তোলার সময় সেতুটি দোলানোর কারণে বা ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ ওঠায় সেটি ভেঙে পড়তে পারে বলে জানিয়েছেন দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান উজাং সিয়াফিরি।

এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। ইউএনবি।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন