২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ছাত্রলীগ নেতার বখাটেপনা আমতলীতে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ০১ ডিসেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেক, বরগুনা:: বরগুনার তালতলীতে এক স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করছিলেন কড়ইবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন গাজী (২১)। বিষয়টির প্রতিবাদ করায় শনিবার রাতে হামলা ও মারপিটের শিকার হয়েছেন ছাত্রীর দুই ভাই। তাদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, কড়ইবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণিতে পড়া এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করছেন ছাত্রলীগ নেতা মিলন। রাস্তায় থামিয়ে মোবাইল নম্বর চাওয়াসহ নানাভাবে ছাত্রীকে হয়রানি করা হচ্ছিল। বিষয়টি স্কুলছাত্রী অভিভাবকদের জানায়। শনিবার রাত ৮টার দিকে ছাত্রীর বড় ভাই শহিদুল ইসলাম ও খালাতো ভাই ইমাম হোসেন এ বিষয়ে মিলনের সাথে কথা বলতে কড়ইবাড়িয়া বাজারে যান। কথাবার্তার এক পর্যায়ে মিলন গাজী ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে মারপিট শুরু করেন দুজনকে। আহত শহিদুল ও ইমামকে স্থানীয়রা উদ্ধার করেন।

শহিদুল ইসলাম বলেন, ‘মনির গাজীর ছেলে ছাত্রলীগ নেতা মিলন আমার বোনকে প্রতিনিয়ত উত্যক্ত করে আসছে। বিষয়টি জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে মিলন আমাদের মারধর করে। আমার ভাই ইমাম হোসেনের আঘাত গুরুতর হওয়ায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

অভিযুক্ত ছাত্রলীগ নেতা মিলন গাজী বলেন, ‘যা বলা হচ্ছে তা সত্য নয়। শহিদুল কয়েক দিন আগে ফেসবুকে আমার বিরুদ্ধে বাজে মন্তব্য করেছিল। এ নিয়ে তার সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে।’

তালতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন বলেন, ‘মিলন গাজীর বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগ এসব কাজের দায় নেবে না। তদন্তপূর্বক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

তালতলী থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, ‘মারপিটের বিষয়ে থানায় কেউ অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন