১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম

ছুটির দিনে বরিশালসহ সারা দেশে সড়কে ঝরল ১৫ প্রাণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, ২২ মার্চ ২০১৯

সড়ক দুর্ঘটনায় সারা দেশে মারা গেছেন ১৫ জন। বরিশালে সংঘর্ষের ঘটনায় ৭ জন এবং পৃথক ঘটনায় নিহত হন আরও ১ জন। অন্যদিকে মাগুরা, নরসিংদী, ঢাকা, কুড়িগ্রাম, জয়পুরহাট, নাটোর ও রাজশাহীতে নিহত হয়েছেন ১ জন করে।

বরিশালে বাস-মাহিন্দ্র সংঘর্ষে ৭ মৃত্যু : বরিশাল-বানারীপাড়া সড়কের গরিয়ারপাড়ের তেঁতুলতলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ জন। নিহতরা হলেন- ঝালকাঠি সদরের বাসিন্দা সুশান্ত হালদারের মেয়ে ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) মাস্টার্সের গণিত প্রথম বর্ষের

ছাত্রী শীলা হালদার (২৪), বাকেরগঞ্জের ইউনুস সিকদারের ছেলে ও নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা রংমিস্ত্রি মানিক সিকদার (৪০), নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশীপুর এলাকার ইছাহাক আলীর ছেলে অটোরিকশাচালক খোকন হাওলাদার (৩৫), বরিশালের কাশীপুরের গণপাড়া এলাকার ইদ্রিস খানের ছেলে দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রচালক সোহেল খান (২৫), বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার সাগরপাড় এলাকার মোখলেস হাওলাদারের স্ত্রী পারভীন (৩৫) ও পিরোজপুর সদরের শাখায়েত সরদারের স্ত্রী মেহেরুন্নেছা (৫০)। গুরুতর আহত অবস্থায় সাত বছরের শিশুসন্তান তাঈমকে চিকিৎসার্থে ঢাকায় নেওয়ার পথে বিকালে তার মৃত্যু হয়।

উজিরপুরে স্কুলছাত্র নিহত : এদিকে বরিশালে পৃথক দুর্ঘটনায় মারা যান আরেক স্কুলছাত্র। উজিরপুর উপজেলার মেজর এম জলিল সেতুতে প্রাইভেট কারের ধাক্কায় তৃতীয় শ্রেণির ছাত্র দীপ কর্মকার (১২) নিহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ উজিরপুর পৌর এলাকার গোপাল কর্মকারের ছেলে এবং কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ছিল।

মাগুরায় অ্যাম্বুলেন্স চালক নিহত : মাগুরা-যশোর সড়কের মঘি এলাকায় গতকাল ভোরে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৩০) নামে লাশবাহী অ্যাম্বুলেন্সের এক চালক নিহত হন। এসময় অপর ৫ জন আহত হয়েছেন। নিহত চালকের বাড়ি গোপালগঞ্জে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি মরদেহ নিয়ে তার স্বজনদের সঙ্গে অ্যাম্বুলেন্সে খুলনার ডুমুরিয়ায় যাচ্ছিলেন তিনি। ভোর ৬টার দিকে অ্যাম্বুলেন্সটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে।

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু : নরসিংদীর বেলাবোতে ট্রাকচাপায় আরজানা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরজানা রায়পুরা উপজেলার খানাহাতি গ্রামের হোসেন আলীর স্ত্রী।

ঢাকায় অটোরিকশার যাত্রী নিহত : ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় অধীর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল সকালে ধামরাই উপজেলার কাউয়ালিপাড়া-চৌহাট শাখা সড়কের বালিয়া এলাকায় কালীঘাট মিল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চৌহাট গ্রামের সুবল চন্দ্র মনিদাসের ছেলে।

কুড়িগ্রামে ট্রলির চাকায় শিশুর মৃত্যু : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাকা মাথার ওপর পড়ে আনারুল হক (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আনারুল কাশীপুর গ্রামের আবু সায়েদের ছেলে। গত বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

জয়পুরহাটে বৃদ্ধের মৃত্যু : জয়পুরহাটের ক্ষেতলালে আব্বাস আলী (৭০) নামে এক বৃৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শিবপুর-গোপীনাথপুর সড়কের মাঝখানে পাঁচুইল তিন মাথা চাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নাটোরে শিশু নিহত : নাটোরের গুরুদাসপুরে চাঁচকৈড়ে ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় অটোভ্যানের যাত্রী মরিয়ম আক্তার নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৪ যাত্রী। নিহত মরিয়ম গুরুদাসপুরের মশিন্দা চরপাড়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। গতকাল বিকাল ৪টার দিকে চাঁচকৈড় গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহীতে ট্রলিচাপায় শিশুর মৃত্যু : রাজশাহীর গোদাগাড়ীতে ইঞ্জিনচালিত ট্রলিচাপায় আসাদুজ্জামান নূর নামে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে ওই উপজেলার কাঁকনহাট পৌরসভার ডাকনির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের ফারুক হোসেনের ছেলে।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন