১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

জনপ্রতিনিধি নন তবুও সেবাদানে অতুলনীয় দৃষ্টান্ত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, ২৪ জুন ২০২০

শিব্বির দেওয়ান, অতিথি প্রতিবেদক:: কমলনগরে করোনা সংকটে বিপদগ্রস্ত মানুষ যখন সেবা পেতে আকুল ব্যাকুল। ঠিক তখন ক্ষুধার্ত মুখে হাসি ফুটাতে বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করতে অতন্দ্র প্রহরী হয়ে নিবেদিত নিরালায় মানবসেবায় অতুলনীয় উদাহরণ জনতার এই দুই প্রিয় মুখ। মানবতার ফেরিওয়ালা হয়ে প্রশংসিত। করোনা সংকটে একের ভেতর অধিক সেবায় জননন্দিত। এই মহতিরা, সমাজ দেশ জাতি ভাবুকেরা, কিন্তু জনপ্রতিনিধি নন তবু ও তাদের সেবা নিঃস্বার্থ মনের বহিঃপ্রকাশ। সেবা বিলাসে মানবতা জয়ে সেবার ব্রতে অভিযাত্রী। পথ অনেক যেতে হবে বহুদূর। তবু ও তারা আপসহীন পথিক। স্বপ্নে জয়ে নাছোড়বান্দা। মানবপ্রেমের আলিঙ্গনে তাঁরা আবদ্ধ হতে চায় ভালোবাসায়।
ভালোবাসা পেতে ভালোবাসা দিতে এরা অঙ্গিকারবদ্ধ। শোষণের বিরুদ্ধে শোষিতের পক্ষে এদের সংগ্রাম চিরকাল। তাঁরা মহাকালের অভিযাত্রী। কমলনগরে সেবাদানে এই দুই মহতি উজ্জল। বদলে যাওয়ার বদলে দেওয়ার প্রত্যয়ে আলোকবাতি। আলোক ধারায় আলোকিত হবে দেশ জাতি।

করোনা সংকট তিন মাসের অধিক। এই মহাসংকটে বিরামহীন সেবাদানে রঙ বে রঙে বেদনাকে হতাশাকে সুষমসেবায় করেছে সাফল্যমন্ডিত। ঈদে সামগ্রী ভিতরণ ও ইমাম মুয়াজ্জিন ঈদ উপহার প্রদান। ঈদের বারতা নিয়ে হেসে উঠে চাঁদ। ঈদ উৎসব করোনা সংকটে মলিন বিবর্ণ। বিবর্ণ মলিন অনাহারী মুখে হাসি ফুটাতে মহতি উদ্যোগ গ্রহণ করেন মানবতাবাদী আবুল কালাম আজাদ। বিশিষ্ট ব্যবসায়ী ও জনহিতেষী পরোপকারী মানব। ঈদের খুশির বারতা ঘরে ঘরে পৌঁছে দিতে নিজেকে সঁপে দিলেন জনমানব সেবায়। এ যেন সম্প্রীতির সেতুবন্ধনে মেলবন্ধন হৃদয়ের টানে হৃদয়ের আকুতি। এ যেন ভালোবাসার নিদর্শন। করোনা সংকটে খাদ্য সহায়তা সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে পিপিই প্রদান। ঈদে হতদরিদ্র দের ঈদ উপহার সরবরাহ। অনাথ শিশুদের ঈদ পোষাক উপহার। সর্বশেষ হটলাইন সেবা অব্যহত রেখেছেন। জনকল্যাণে বজায় রেখেছেন সেবা।

আবদুর রহমান দিদার করোনা সংকটে নিজেকে সেবার মাধ্যমে তুলে ধরেছেন অত্যন্ত নিঁপুন ভাবে। হৃদয়ের টানে হৃদয় মেলে সেবা দিয়েছেন উজার করে। নিজ অর্থে কমলনগরের কাদিরা ইউনিয়ন ফলকন পাঠারিরহাট সাহেবেরহাট জাঙ্গালিয়াসহ প্রত্যন্ত অঞ্চলে তথা বিন্দ্যানন্দের অনুদানের ১০০০প্যাকেট খাদ্যদ্রব্যাদি হতদরিদ্রদের মাঝে নিজে সরেজমিনে থেকে বিতরণ করেন। মাঝিদের মাঝে নৌকা বিতরণ। এতিম সন্তানকে দোকানঘরসহ অর্থ সহায়তা করেন যা বিন্দ্যানন্দের দেওয়া। সব মিলিয়ে সেবামূলক কাজ ভালোই সম্পাদন করেছেন। দুই জনই জনপ্রতিনিধি নন তবু ও জনবান্ধব হয়ে সেবায় ব্রতে মানবতার কান্ডারী।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন