১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

জমি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা, ইউপি সদস্যসহ গ্রেফতার ১৪

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ২৮ জুন ২০১৯

জমি নিয়ে বিরোধের জের ধরে পটুয়াখালীর গলাচিপায় রিয়াজ মুন্সি নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা গেছেন। এর আগে, বৃহস্পতিবার বিকেলে গলাচিপার পানপট্টি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ওই যুবককে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। এ ঘটনায় আজ সকাল পর্যন্ত এক ইউপি সদস্যসহ ১৪ জনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, পানপট্টি ইউনিয়নের উত্তর তুলারাম গ্রামের কালা মুন্সি গংদের সাথে একই এলাকার ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিক হাওলাদার গংদের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় আদালতে দেওয়ানী মামলাও চলমান রয়েছে। এ নিয়ে এলাকার চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা শালিস মীমাংসাও করেন। জমিখণ্ডটি রফিক মেম্বারের বাড়ির কাছে হওয়ায় বৃহস্পতিবার বিকেলে চাষ করতে যায় তারা। এ সময় কালা মুন্সির ছেলে রিয়াজ (২৪) তাদের বাধা দেন। পরে রফিক মেম্বার ও তার লোকজন একত্রিত হয়ে রিয়াজকে লাঠি (মুগর) দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সকালে মারা যান রিয়াজ।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং সকাল পর্যন্ত ইউপি সদস্য রফিকসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় ওসি।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন