২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের অবদান অনন্য: এমপি শাওন

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৮ অপরাহ্ণ, ০৪ অক্টোবর ২০২২

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের অবদান অনন্য: এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের ভূমিকা অনন্য।

দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা ও সাফল্য প্রর্দশনে বিশ্ব দরবারে বাংলাদেশ রোল মডেল দেশ হিসেবে পরিচিতি অর্জন করেছে। শেখ হাসিনার নানামুখী উদ্যোগে বাংলাদেশ এখন দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহনের হাজি মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের মাঠে বৃক্ষ রোপণ ও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এমপি শাওন আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন সমৃদ্ধশীল দেশে রূপান্তরিত হয়েছে।

 

যার জন্য বাংলাদেশ এখন বিশ্ব দরবারে সমৃদ্ধশালী দেশ হিসেবে সম্মানের স্থান দখল করতে সক্ষম হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন
আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা আশীষ কুমার দাস প্রমূখ।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন