২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

জাতীয় পরিচয়পত্রে স্ত্রীকে বোন বানানো আনিসুর গ্রেপ্তার

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০১:০৭ পূর্বাহ্ণ, ০২ অক্টোবর ২০২২

জাতীয় পরিচয়পত্রে স্ত্রীকে বোন বানানো আনিসুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় পরিচয়পত্রে স্ত্রীকে বোন বানিয়ে আলোচনায় আসা আনিসুর রহমানকে পুলিশ। অন্য একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সন্তোষপুর ইউনিয়নের তালেবের হাট বাজার সংলগ্ন বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আনিসুর ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের ছেলে। তিনি রংপুর বেতারের অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রংপুর আদালতে করা অর্থ সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। থানায় ওয়ারেন্ট আসার পর তার উপর নজরদারি রাখা হয়। শনিবার সন্ধ্যায় বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, রোববার সকালে তাকে আদালতে তোলা হবে। সম্প্রতি মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে স্ত্রীকে বোন বানিয়ে জাতীয় পরিচয়পত্র বানানোর ঘটনায় আলোচনায় আসেন আনিসুর।

এছাড়া তার অষ্টম শ্রেণি পাশের সনদ ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দুই ভাইয়ের সরকারি চাকুরি নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২০২১ সালের ৩১ জানুয়ারী উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বর্তমানে জামিনে রয়েছেন আনিসুর। এ মামলায় চলতি বছরের ২৫ জুলাই আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন