২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

জামালপুরে পানির ফোয়ারায় পড়ে প্রাণ গেলো স্কুলছাত্রের

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৫ অপরাহ্ণ, ০৬ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: জামালপুরে নির্মাণাধীন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর ফোয়ারার পানিতে ডুবে সীমান্ত (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শহরের দয়াময়ী মোড় এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্র সীমান্ত জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকার ফারুক মিয়ার ছেলে। সে সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

শিশুটির বাবা ফারুক মিয়া জানায়, শুক্রবার ৯টার দিকে সীমান্ত তার খালাতো ভাই নুরুন্নবী (১২) ও ফুফাতো ভাই বাঁধনের (১৪) সাথে বাড়ি থেকে বের হয়ে নির্মাণাধীন সাংস্কৃতিক পল্লীতে খেলতে যায়। খেলাধুলা করতে গিয়ে শরীতে লাগা ধুলাবালি সাংস্কৃতিক পল্লীর ফোয়ারায় ধুতে যায়। এসময় পা ফসকে ফোয়ারার পানিতে ডুবে যায় সে।

সীমান্তকে উদ্ধার করতে গিয়ে নুরুন্নবী ও বাঁধনও পানিতে পড়ে যায়। ৩ জনের ডাক চিৎকারে নির্মাণাধীন স্থাপনার শ্রমিকরা তাদের উদ্ধার করে। সীমান্তকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন