১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৬ অপরাহ্ণ, ২৮ জুলাই ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: গভীর সমুদ্রে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি মাছ। জেলেদের তথ্যমতে এ মাছটির নাম গোলপাতা। শনিবার (২৭ জুলাই) বিকেলে বঙ্গোপসাগর থেকে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে ৫ ফুট লম্বা মাছটি জেলেরা নিয়ে আসে।

মাছটি বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে আনা হলে এক পাইকারি বিক্রেতা মাছটি কিনে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় পাঠান।

মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী মিরাজ হোসেন মাছটি মাত্র ২ হাজার টাকায় কেনেন। তিনি বলেন, এ মাছটি ঢাকায় বিক্রি হবে পাঁচ থেকে ছয় হাজার টাকায়। স্থানীয় পর্যায়ে মাছটির চাহিদা কম থাকায় কম টাকায় কেনা গেছে।

ট্রলারের মাঝি মো. মনির হোসেন জানান, এ মাছটি গোলপাতা হিসেবেই পরিচিত। এক সময় প্রচুর পাওয়া গেলেও এখন এ মাছ সাগরে পাওয়া যায় না।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন