১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

জেলেদের জালে ৩ কেজি ওজনের ২টি ইলিশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫৪ পূর্বাহ্ণ, ১৪ জুলাই ২০১৯

ভোলার মনপুরার মেঘনা নদীতে দুইজন জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের দুটি রাজা ইলিশ। ৩ কেজি ওজনের একটি এক রাজা ইলিশ ৭ হাজার টাকায় কিনে নেন হাজিরহাট ঘাটের মৎস্য ব্যবসায়ী বাবুল মাতব্বর ও অপর ২ কেজি আটশ গ্রাম ওজনের রাজা ইলিশটি ৮ হাজার টাকায় কেনেন হাজিরহাট ঘাটের অপর মৎস্য ব্যবসায়ী শামসুদ্দিন সাগর।

শনিবার ভোরে প্রথম রাজা ইলিশ মাছটি ধরা পড়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের পূর্বপাশে রিজিরখাল মৎস্য ঘাটের নুরনবী মাঝির জালে। অপর রাজা ইলিশ মাছটি একই সময়ে জংলারখাল মৎস্য ঘাটের খালেক মাঝির জালে ধরা পড়ে।

ইলিশ মাছ দুইটি দেখতে হাজিরহাট মৎস্য আড়তে উৎসুক জনতা ভিড় করে। পরে সর্বোচ্চ দাম হাঁকিয়ে এক রাজা ইলিশ ৭ হাজার টাকায় এবং অপরটি ৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

এই ব্যাপারে মৎস্য ব্যবসায়ী ও আড়তদার বাবুল মাতব্বর ও শামসুদ্দিন সাগর জানান, সর্বোচ্চ দাম হাঁকিয়ে রাজা ইলিশ মাছ কিনেছি। পরে তা ঢাকার কারওয়ান বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন