১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

জেল খাটার পরেও এমবিবিএস ডাক্তার পরিচয়ে প্রতারণা: অত:পর ধরা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, ১৮ জানুয়ারি ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: চট্টগ্রামের রাউজানে এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলার নোয়াপাড়া পথের হাটস্থ স্কুল মার্কেটের চেম্বার থেকে তাকে আটক করা হয়। এর আগে উপজেলা প্রশাসন তাকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছিল।

ভুয়া চিকিসক জাহাঙ্গীর রাউজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেম ওরফে মেরুর ছেলে। জাহাঙ্গীরের চেম্বারের সামনে ও ভেতরে এমবিবিএস, পিজিটি এবং শিশু ও মেডিসিন সার্জারি, জেনারেল ফিজিসিয়ান সাইনবোর্ড টাঙানো ছিলো। এ সময় পুলিশ প্যাড ও ভিজিটিং কার্ডসহ তাকে আটক করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে উপজেলা প্রশাসন তাকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছিল। জেল থেকে বের হয়ে আবারও চিকিৎসা শুরু করেন জাহাঙ্গীর। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া এলাকার জাহানারা বেগম সাংবাদিকদের বলেন, ‘জাহাঙ্গীর আলম এমবিবিএস চিকিৎসক পরিচয় দেওয়ায় আমি তার কাছে চিকিৎসা করাতে যাই। তিনি ফি নেন চারশ টাকা। আগেও অনেকবার তার কাছে চিকিৎসার জন্য গিয়েছি। আজ সোমবার তিনি আবারও আসতে বলেছিলেন।’

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া) আনোয়ার হোসেন শামীম সাংবাদিকদের বলেন, ‘এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসার অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন