২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঝালকাঠিতে উদ্যোক্তা সৃষ্টির লক্ষে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, ০৪ সেপ্টেম্বর ২০১৯

‘তারুণ্যের শক্তি- বাংলাদেশের সমৃদ্ধি’ শ্লোগানে ঝালকাঠি জেলায় নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষে মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প’।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প অফিসে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. শামিম আহমেদ, বরিশাল জেলার প্রশিক্ষক আবরারুল হক, ঝালকাঠির প্রশিক্ষক মো. আরমান।

আয়োজকরা জানান, এ প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলায় প্রতি মাসে ২৫ জন করে ১৫ মাসে ৩৭৫ জন আগ্রহী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। একমাস প্রশিক্ষণের পর একজন প্রশিক্ষণার্থী ব্যবসা শুরুর প্রক্রিয়া, আরজেএসসি নিবন্ধন, শুল্ক ও ভ্যাট, আমদানি-রপ্তানি, ব্যবস্থাপনা দক্ষতা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এলসি, ঋণ ও বীমা, বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা প্রশিক্ষণ দেবে প্রশিক্ষণার্থীদের।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন