২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ঝালকাঠিতে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৯ অপরাহ্ণ, ১০ মে ২০২১

ঝালকাঠিতে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও ঝালকাঠি >> ঝালকাঠিতে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১০ মে) দুপুরে ঝালকাঠি পৌরসভার বড় বাজারে সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময়ে বাজারের মাছ বিক্রেতা খানজু মিয়াকে চিংড়ি মাছের ভেতরে ক্ষতিকর বিষাক্ত কৃত্রিম ম্যাজিক বল দেওয়ার অপরাধে ৫০ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। পরে অভিযুক্ত খানজু মিয়া জরিমানার টাকা পরিশোধ করে আদালত থেকে মুক্তি লাভ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বাজারে অবস্থানরত সকল মাছ বিক্রেতাকে সঠিকভাবে ভেজালমুক্ত মাছ বিক্রি করার জন্য সচেতনমূলক নির্দেশনা প্রদান করেন।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন