২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঝালকাঠিতে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ১৪ জানুয়ারি ২০২০

বার্তা প্রতিবেদক, ঝালকাঠি:: ঝালকাঠির নলছিটি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেবাদান ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগে ‘ফারজানা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বরিশালটাইমসকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সেবাদান ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগে পেয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা মোতাবেক ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন