২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঝালকাঠিতে তীব্র গরমে বিশুদ্ধ ঠান্ডা পানি নিয়ে পথচারীদের পাশে স্বেচ্ছাসেবকরা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৭:৩০ অপরাহ্ণ, ০৬ জুন ২০২৩

ঝালকাঠিতে তীব্র গরমে বিশুদ্ধ ঠান্ডা পানি নিয়ে পথচারীদের পাশে স্বেচ্ছাসেবকরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে পথচারীদের পাশে ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। মঙ্গলবার ঝালকাঠির নলছিটিতে শামসুন্নাহার ফাউন্ডেশন ও বিডি ক্লিন নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন শহরের বাসস্ট্যান্ডে বসে পথচারী, যানবাহনের চালক, বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছোট বড় সবাইকে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি পান করাচ্ছেন।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান এ কার্যক্রম উদ্ধোধন করেন। এসময় তিনি এ কার্যক্রমের সফলতা কামনা করেন। স্বেচ্ছাসেবী সংগঠন দুটি জানায়, প্রতিদিন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশুদ্ধ পানি পানের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যতদিন তাপ দাহ থাকবে, ততদিনই এ কার্যক্রম চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ।

সংগঠন দুটি আরো জানায়, প্রতিদিন এক হাজারেরও বেশি মানুষকে ঠান্ডা পানি পান করানোর লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। গরমে একটু ঠান্ডা পানি পান করতে পেরে খুশি পথচারীরা।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন