২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড: মৃত্যুর সংখ্যা বেড়ে ৬

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, ১৭ নভেম্বর ২০২১

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড: মৃত্যুর সংখ্যা বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে দগ্ধ আশিকুর রহমানও (২১) মারা গেছেন। এ নিয়ে একদিনে ৫ জনসহ মোট ৬ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৬৬ শতাংশ দগ্ধ ছিল।

গত শুক্রবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অবস্থানকারী তেলবাহী জাহাজ ওটি সাগর নন্দিনী-৩ এ পাম্প বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একজন মারা যান। দগ্ধ হন সাতজন। এছাড়া দুজনের নিখোঁজের ঘটনা ঘটে।

পরে দগ্ধদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন