২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, ০৯ আগস্ট ২০১৯

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির বিভিন্ন এলাকায় অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। আর এতে আতংতি হয়ে পড়েছে নদী পাড়ের অসংখ্য পরিবার।

গত ৪ দিন ধরে ঝালকাঠির সুগন্ধা, বিশখালি আর হলতা নদীতে জোয়ারে স্বাভাবিকের চেয়ে কমপক্ষে ৫ ফুট পানি বৃদ্ধি পাচ্ছে। আর এতে নদী নিকটবর্তী জেলার নলছিটি, রাজাপুর এবং কাঁঠালিয়া উপজেলার ৩০টি গ্রাম জোয়ারে প্লাবিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব উপজেলাগুলোর নিম্বাঞ্চল। বিশেষ করে নদী পাড়ের মানুষের আর ভোগান্তির শেষ নেই। তাদের যাতায়াতের পথও বন্ধ হয়ে ঘরেই পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে অস্বাভাবিক পানির সাথে সুগন্ধা ও বিশখালি নদীতে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে সুগন্ধা নদী পাড়ের ঝালকাঠি পৌরসভা ও নলছিটি পৌরসভার বিশাল অংশে ভাঙন দেখা দিয়েছে। নদীর এ ভাঙন আরও তীব্র হলে গৃহহারা হতে হবে অসংখ্য পরিবারকে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় জেলা প্রশাসকের সাথে এনডিসি মো. বশির গাজীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন