১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঝালকাঠিতে ভাঙনে দোকানসহ ৮ স্থাপনা বিলীন

Saidul Islam

প্রকাশিত: ০৫:৫৫ অপরাহ্ণ, ০৮ জুন ২০২১

 

ঝালকাঠিতে ভাঙনে দোকানসহ ৮ স্থাপনা বিলীন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> হঠাৎ হলতার ভাঙনে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী ঘোষের হাটের দোকানসহ আটটি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

অতি বর্ষণ ও হলতা নদীর প্রচণ্ড স্রোতে মঙ্গলবার (৮ জুন) ঘোষের হাটের কিছু অংশ দেবে যায়। এতে মুদি দোকান, সেলুন, হার্ডওয়ার, চায়ের দোকান ও টলসেটসহ আটটি স্থাপনা পানিতে তলিয়ে যায়। ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভাঙনের মুখে ঘোষের হাট মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকেই হলতা নদীর তীরে ঘোষের হাটে ভাঙন শুরু হয়। ক্রমান্বয়ে ভাঙন বাড়তেই থাকে। এতে হাটের চায়ের দোকান, হার্ডওয়্যারের দোকান, মুদি দোকানসহ আটটি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। হলতা নদীর ভাঙনরোধ ও ক্ষতি পূরণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।

খবর শুনে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার ভাঙনকুল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তিনি জানান, ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন