২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ঝালকাঠিতে মুসলিমদের ঈদ উপহার দিলেন হিন্দু ধর্মাবলম্বীরা (ভিডিও)

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৩০ অপরাহ্ণ, ১৮ মে ২০২০

বার্তা পরিবেশক, ঝালকাঠি:: ঝালকাঠিতে করোনার কারণে অসহায় মুসলিমদের পাশে দাঁড়িয়ে আবারও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দিলেন হিন্দু ধর্মাবলম্বীরা। উপহার দিলেন ঈদ সামগ্রী। এছাড়া, দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি উদ্যোগে কর্মহীনদের সহায়তা অব্যাহত রয়েছে।

ঝালকাঠিতে করোনার কারণে অসহায় মুসলিমদের পাশে দাঁড়ালেন সনাতন ধর্মাবলম্বীরা। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করতে তিনশ’ শ্রমজীবীকে দিলেন ঈদ উপহার। শহরের মদোনমোহন আখড়াবাড়ি মন্দির থেকে এই উপহার তুলে দেন জেলা পুজা উদযাপন পরিষদের নেতারা।

ঝালকাঠি পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা ডা. অধ্যাপক অসীম কুমার সাহা বলেন, হিন্দু-মুসলমান ভাই ভাই। এই অনুভূতির মধ্যে দিয়ে সহায়তায় এগিয়ে এসেছে পুজা উদযাপন পরিষদ।

ভোলা সদর উপজেলায় এক হাজার ৮শ’ ৪১ জন ইমাম-মুয়াজ্জিন ও একশ’ মন্দিরের পুরোহিতের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এসময় ব্যক্তিগত তহবিল থেকে তিনি ঈদ উপহারও তুলে দেন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন